
নেকবর হোসেন।।
কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ০৬কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০৭মার্চ রাতে কুমিল্লা জেলার কোতয়ালীমডেল থানাধীন ধর্মপুর (পশ্চিম চৌমুহনী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীহলোঃ নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ঝালশোকা গ্রামের মুজিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন(২৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালীমডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে।