১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত

কুমিল্লায় গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • তারিখ : ১০:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • 30

নিউজ ডেস্ক।।
ধর্ষণের মামলায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি আবু কাউছার ওরফে অনিককে (৩৮) কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দুপুর ১২টার দিকে র‍্যাব-১৫ কক্সবাজারের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, আবু কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আবু কাউছার কুমিল্লার দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের ফজলুল হকের ছেলে। ২০১৪ সালের ৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত আবু কাউছার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট সকাল ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বৈশাখী আবাসিক হোটেলে এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগে ওই রাতেই মামলা হয়। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় চারজনকে আসামি করে মামলাটি করেন। ওই মামলার ৩ নম্বর আসামি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার। মামলার পর আবু কাউছার গা ঢাকা দেন। শনিবার দুপুর ১২টায় কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেলের সামনে থেকে আবু কাউছার তাঁর ব্যবহৃত প্রাইভেট কারে উঠছিলেন। ওই সময়ে র‍্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

আবু কাউছারের বিরুদ্ধে কুমিল্লার আদালতে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। কুমিল্লা নগরের বজ্রপুর এলাকার আবদুল্লাহ আল মানছুর বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলি আদালতে ওই মামলা করেন। এই মামলায় আবু কাউসার ৩ নম্বর আসামি। এ ছাড়া কুমিল্লার ২ নম্বর আমলি আদালতে দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের মো. জাকির হোসেন সরকার বাদী হয়ে আবু কাউছারের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির মামলা করেন। এ মামলায় আবু কাউছার ১ নম্বর আসামি।

error: Content is protected !!

কুমিল্লায় গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তারিখ : ১০:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

নিউজ ডেস্ক।।
ধর্ষণের মামলায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি আবু কাউছার ওরফে অনিককে (৩৮) কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দুপুর ১২টার দিকে র‍্যাব-১৫ কক্সবাজারের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, আবু কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আবু কাউছার কুমিল্লার দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের ফজলুল হকের ছেলে। ২০১৪ সালের ৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত আবু কাউছার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট সকাল ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বৈশাখী আবাসিক হোটেলে এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগে ওই রাতেই মামলা হয়। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় চারজনকে আসামি করে মামলাটি করেন। ওই মামলার ৩ নম্বর আসামি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার। মামলার পর আবু কাউছার গা ঢাকা দেন। শনিবার দুপুর ১২টায় কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেলের সামনে থেকে আবু কাউছার তাঁর ব্যবহৃত প্রাইভেট কারে উঠছিলেন। ওই সময়ে র‍্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

আবু কাউছারের বিরুদ্ধে কুমিল্লার আদালতে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। কুমিল্লা নগরের বজ্রপুর এলাকার আবদুল্লাহ আল মানছুর বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলি আদালতে ওই মামলা করেন। এই মামলায় আবু কাউসার ৩ নম্বর আসামি। এ ছাড়া কুমিল্লার ২ নম্বর আমলি আদালতে দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের মো. জাকির হোসেন সরকার বাদী হয়ে আবু কাউছারের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির মামলা করেন। এ মামলায় আবু কাউছার ১ নম্বর আসামি।