মাহফুজ নান্টু, কুমিল্লা।।
একাধিক মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বুধবার রাতে আটক করে। আটক যুবকের নাম মীর হোসেন। তার বাড়ী কুমিল্লা সদর দক্ষিন উপজেলার গলিয়ারা ইউনিয়নের কালিরবাজার গ্রামে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল দাশ জানান, গোপন সংবাদে খবর পাই মীর হোসেন তার বাবার নামীয় আবুল কাশেম ওয়ার্ক শপে অভিযান পরিচালনা করি। এ সময় ওয়ার্কশপে বিদেশী মদ বিয়ার ও ২ পিস ইয়াবা টেবলেটসহ মীর হোসেনকে আটক করি। আটক মাদকের মূল্য ৯৬ হাজার টাকা।
অভিযোগ রয়েছে মীর হোসেন দীর্ঘদিন ওয়ার্কশপের আড়ালে মাদক কারবার করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে ৩ টি মামলা রয়েছে।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল দাশ আরো জানান, আটক মীর হোসেনের বিরুদ্ধে সদর দক্ষিন থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়।