
মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ জালাল মিয়া নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা, সিনিয়র সহকারি পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিন থানার রাজেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৫ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ জালাল মিয়া (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করে র্যাব। আটককৃত জালাল মিয়া জেলার সদর দক্ষিন থানার রাজেশপুর গ্রামের হযরত আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।