সোনিয়া আফরিন।।
করোনার পাদুর্ভাবের কারনে কুমিল্লার তিতাস উপজেলার সদর কড়িকান্দি গ্রামের ঐতিহ্যবাহী মুন্সি পরিবারের উদ্যোগে খেটে-খাওয়া দিনমজুর ও অসহায়, গরীব ১২০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
কুমিল্লা-২(হোনমা তিতাস) সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র পরামর্শে আজ ১ (মে) শনিরার ১৮ রমজান কড়িকান্দি ঐতিহ্যবাহী মুন্সি বাড়ীরর সকলের আর্থিক সহযোগিতায় খেটে-খাওয়া দিনমজুর,অসহায়, গরীব মানুষের মাঝে এই ঈদ সামগ্রী ঘরে ঘরে পৌছিয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর খান মডেল সরকারি হাই স্কুল এন্ড কলেজ সাবেক সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তি যোদ্ধা মুন্সি জসিমউদ্দিন আহাম্মেদ, তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজের অধ্যক্ষ,মো.শাহাজাহান ভুঁইয়া, সমাজ সেবক জিয়াউল হক মুন্সী, ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ মুন্সি,সমাজ সেবক মিজানর রহমান মুন্সি, ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন জুয়েল মুন্সি, আবু তাহের আপেল মুন্সি, সাংবাদিক মুন্সি সামসুদ্দিন আহম্মেদ সাগর প্রমূখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রিপন মুন্সি, শিশির মুন্সী, ছাত্রলীগ নেতা রাজিব মুন্সী, রাসেল মুন্সী, অভি মুন্সি, হামজা মুন্সি, নাবিল মুন্সি প্রমূখ।