খালেদা জিয়ার মুক্তি ছাড়া আগামী সংসদ নির্বাচন হতে দেয়া হবে না -রুমিন ফারহানা এমপি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, ‘আ’লীগ নির্বাচনের স্বপ্ন দেখে। কিসের নির্বাচন? আ’লীগ সরকারের অধীনে কিসের নির্বাচন করব আমরা? ২০১৪ সালে রঙিন নির্বাচন দেখেছি। বিনাভোটে সংসদে গিয়ে তারা সংসদ দখল করেছে। ২০১৮ সালে নির্বাচন হয়েছে নিশি রাতে ডাকাতির মাধ্যমে। আমরা সব হিসাব রাখছি। পরিস্কার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া ২০২৪ সালে কোন নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না। আ’লীগের অধীনে আর কোন নির্বাচন জনগণ মেনে নেবে না’।

তিনি আরও বলেন, ‘হুশিয়ার সাবধান-সামনে নির্বাচন আসছে, এ নির্বাচনে যদি আবার কোন নীল-নকশা করার চেষ্টা করেন, তাহলে বিএনপি দাঁতভাঙা জবাব দিবে। নির্বাচন হবে ব্যালটে, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই সরকারের পেটুয়া বাহিনী কর্তৃক ৬০০ এর অধিক গুমের শিকার হওয়া এবং হাজারো বিরোধী দলীয় নেতাকর্মী খুনের প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে। দেশের মানুষ এখন ৫৫ টাকা দরে মোটা চাল খাচ্ছে ও ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং এর কবলে পড়ে আছে। এদেশের জনগণ আর এমন অবৈধ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না’।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া।

উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদার সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম ও পৌরসভা বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা ও চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা এডভোকেট হুমায়ুন পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জসীম উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিয়া মো: জোবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহনাজ মজুমদার, উপজেলা তাঁতীদলের সভাপতি হাজী মো: ইব্রাহীম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবি দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page