নিজস্ব প্রতিবেদক।।
খুলনা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী ইমন কাজীর ভর্তির দায়িত্ব নিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসীম উদ্দিন, তাহার পক্ষ হতে বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: জিলান হোসেন ভূঁইয়া, ইমন কাজীর হাতে আর্থিক অনুদানের নগদ অর্থ তুলে দেন। টাকার অভাবে এ মেধাবী শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।
২০২২ সালে পোমকারা ছিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বিজ্ঞান বিভাগে পান গোল্ডেন জিপিএ-৫। ২০২৪ সালে এইচএসসি পাস করেন পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে। সেবারও পান জিপিএ-৫। প্রাথমিক গন্ডি পেরিয়েছেন পোমকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসীম উদ্দিন বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান ইমনের মেডিকেলে ভর্তির বিষয়টি গত ২৯ জানুয়ারি সকালে আমাকে অবহিত করে। আমি সাথে সাথে ইমনের সাথে কথা বলেছি। এবং ভর্তি বাবদ ত্রিশ হাজার টাকা প্রদান করি । এবং ইমন কাজীর মেডিকেলে ভর্তির পর তার লেখাপড়ার ব্যয়ভার বহন করার নিশ্চয়তা দিয়েছি। ইমন কাজী আমার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতিসন্তান।আমি আশা করছি। ইমন ডাক্তার হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষের সেবা প্রদান করবে।
ইমন কাজী বলেন, মেডিকেলে পড়ব সেই স্বপ্ন ছোট থেকেই ছিল। খুলনা মেডিকেল কলেজে ভর্তির জন্য চূড়ান্ত হলেও টাকার অভাবে ভেস্তে যেতে বসেছিল। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসীম উদ্দিন ভাই আমাকে ভর্তি বাবদ ত্রিশ হাজার টাকা দিয়ে সহায়তা করেছেন । হাজী জসীম উদ্দিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি
একজন ভালো চিকিৎসক হয়ে আমিও অন্যদের সহযোগিতা করব।
ইমনের বোন ইসরাত জাহান মীম বলেন, আমরা ৪ ভাই-বোন বাবা দিনমজুরের কাজ করে সংসার চালায়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টিউশনি করে তাকে কোচিং সেন্টারে ভর্তি করিয়েছি । অভাবের সংসারে টানাপোড়নের মাধ্যমে পড়ালেখা করছে ইমন । সে এখন মেডিকেল কলেজে ভর্তি হবে। আমি চাই, সেও যেন ভবিষ্যতে অন্যের উপকারে এগিয়ে আসে। এছাড়াও অনেকেই আমাদের খোঁজ খবর নিচ্ছেন।
আরো দেখুন:You cannot copy content of this page