১১:২২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

গণতান্ত্রিক আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে প্রবাসীদের ভূমিকা অতুলনীয় -ড. খন্দকার মোশাররফ হোসেন

  • তারিখ : ০৯:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 234

শামীম রায়হান॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।” প্রবাসীরা যেমন রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন তেমনি দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত ভূমিকা পালন করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় পূর্ব লন্ডনে জাতীয়তাবাদী পরিবার, বৃহত্তর কুমিল্লা, যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। এ সংগ্রামে প্রবাসী নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

আলোচনার একপর্যায়ে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদানের কথা স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মাহিদুর রহমান ও এম এ মালেক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নাসরুল্লাহ খান জুনায়েদ। সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের মানুষ আজ দুঃশাসন ও গণতন্ত্রহীনতার শিকার। এ অবস্থায় প্রবাসীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে৷আর রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের মাধ্যমেই জাতি এগিয়ে যাবে সঠিক পথে।

error: Content is protected !!

গণতান্ত্রিক আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে প্রবাসীদের ভূমিকা অতুলনীয় -ড. খন্দকার মোশাররফ হোসেন

তারিখ : ০৯:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

শামীম রায়হান॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।” প্রবাসীরা যেমন রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন তেমনি দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত ভূমিকা পালন করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় পূর্ব লন্ডনে জাতীয়তাবাদী পরিবার, বৃহত্তর কুমিল্লা, যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। এ সংগ্রামে প্রবাসী নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

আলোচনার একপর্যায়ে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদানের কথা স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মাহিদুর রহমান ও এম এ মালেক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নাসরুল্লাহ খান জুনায়েদ। সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের মানুষ আজ দুঃশাসন ও গণতন্ত্রহীনতার শিকার। এ অবস্থায় প্রবাসীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে৷আর রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের মাধ্যমেই জাতি এগিয়ে যাবে সঠিক পথে।