চান্দিনায় ডা. প্রাণ গোপাল দত্ত মনোনয়ন পাওয়ায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও মুনাজাত

নেকবর হোসেন।।
কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার দুপুরে (১১ সেপ্টেম্বর) ওই খবর চান্দিনায় ছড়িয়ে পড়লে তার সমর্থকরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেন। এদিকে দুপুরে চান্দিনা পৌরসভা আধুনিক কমিউনিটি সেন্টারে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মনির খন্দকার এতিম শিশুদের নিয়ে মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাতের আয়োজন করে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মো. জাকির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা, চান্দিনা পৌর ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইমদাদুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক রাকিব খন্দকার, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল হক সাগর, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতা মো. আফজাল হোসেন, ছাত্রলীগ নেতা কাজী জামিল, রানা প্রমুখ।

মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- চান্দিনা আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষক আলী আহাম্মদ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page