মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলদের বসার কক্ষ উদ্বোধন করেছেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন। এ উপলক্ষে রোববার আয়োজিত অনুষ্ঠানে পৌর সচিব হারুনুর রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জলিল রিপন, পৌর আ’লীগ নেতা আবদুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ খাঁ শামীম, পৌরসভা কৃষকলীগের সেক্রেটারী আবদুল জলিল, পৌরসভার প্যানেল মেয়র আমেনা বেগম, কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, মফিজুর রহমান, সাইফুল ইসলাম শাহীন, কাজী বাবুল, মোশারফ হোসেন, কামাল হোসেন, শরীফ হাসান মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা খানম মজুমদার, ফিরোজা বেগমসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী চৌদ্দগ্রামের উন্নয়নের কান্ডারী ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির দিক নির্দেশনা অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য সেক্রেটারী টেবিল উন্নতমানের চেয়ারসহ বসার ব্যবস্থা করা হয়েছে’।