মনোয়ার হোসেন।।
চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শংকর চন্দ্র সাহা, চৌদ্দগ্রাম অফিসের সহকারী প্রকৌশলী মো: রুবেল মিয়া, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলমগীর হোসেন বিপ্লব, মো: ফারুক আবদুল্লাহ, তৌহিদুর রহমান, কাজী বাবুল, কাজী মো: মাসুম, মো: খোরশেদ আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।
৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা এ ভবনটির নির্মাণ কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস রেহানা কনস্ট্রাকশন।
আরো দেখুন:You cannot copy content of this page