০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষতি

  • তারিখ : ০৮:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • 42

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর বাজারে রোববার (১ আগস্ট) গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে একই মাকের্টের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ী লিটনের মুদি দোকান, শফিকের কাপড় দোকান, মহি উদ্দিন ও মাঈন উদ্দিনের কসমেটিকস্ দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা মালামাল ও ডেকোরেশন-আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইয়াছিন প্রধানিয়া বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে পুরো বাজারটিকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে’।

অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী মো: লিটন জানান, রোববার গভীর রাতে দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন আগুনে তার দোকানসহ চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডে তার মুদি দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। রুটি-রোজগারের একমাত্র প্রতিষ্ঠানটি হারিয়ে তিনি এখন শোকে কাতর।

এবিষয়ে কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: মোশারেফ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুনে নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্য দোকানগুলো রক্ষা পায়। পুড়ে যাওয়া চারটি দোকানের প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান। এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে সরকারিভাবে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

error: Content is protected !!

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষতি

তারিখ : ০৮:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর বাজারে রোববার (১ আগস্ট) গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে একই মাকের্টের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ী লিটনের মুদি দোকান, শফিকের কাপড় দোকান, মহি উদ্দিন ও মাঈন উদ্দিনের কসমেটিকস্ দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা মালামাল ও ডেকোরেশন-আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইয়াছিন প্রধানিয়া বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে পুরো বাজারটিকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে’।

অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী মো: লিটন জানান, রোববার গভীর রাতে দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন আগুনে তার দোকানসহ চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডে তার মুদি দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। রুটি-রোজগারের একমাত্র প্রতিষ্ঠানটি হারিয়ে তিনি এখন শোকে কাতর।

এবিষয়ে কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: মোশারেফ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুনে নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্য দোকানগুলো রক্ষা পায়। পুড়ে যাওয়া চারটি দোকানের প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান। এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে সরকারিভাবে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।