০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

চৌদ্দগ্রামে মূল্যতালিকা ও পলিথিন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে জরিমানা

  • তারিখ : ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 65

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে পণ্য মূল্যতালিকা না থাকা, অতিরিক্ত মূল্য আদায়, পলিথিন ব্যবহার এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল।

অভিযানকালে রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্স নামের দুটি দোকানে মূল্যতালিকা না থাকা, পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যে অসামঞ্জস্য এবং অনুমোদনহীন ঘি বিক্রির অভিযোগ পাওয়া যায়। একইসঙ্গে নিষেধাজ্ঞা সত্ত্বেও দোকানগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে পলিথিন ব্যবহার পরিলক্ষিত হয়।

এছাড়া গুণবতী বাজারের চলাচলের রাস্তায় একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে পণ্য আনলোড করায় যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়। ট্রাকটির চালকের লাইসেন্স ও ট্রাকের কাগজপত্রও যথাযথ ছিল না।

সব মিলিয়ে রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ট্রাক মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও প্রদান করা হয়।

সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিমা জানান, “বাজারে নৈরাজ্য, ভোক্তার সঙ্গে প্রতারণা এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

error: Content is protected !!

চৌদ্দগ্রামে মূল্যতালিকা ও পলিথিন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে জরিমানা

তারিখ : ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে পণ্য মূল্যতালিকা না থাকা, অতিরিক্ত মূল্য আদায়, পলিথিন ব্যবহার এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল।

অভিযানকালে রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্স নামের দুটি দোকানে মূল্যতালিকা না থাকা, পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যে অসামঞ্জস্য এবং অনুমোদনহীন ঘি বিক্রির অভিযোগ পাওয়া যায়। একইসঙ্গে নিষেধাজ্ঞা সত্ত্বেও দোকানগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে পলিথিন ব্যবহার পরিলক্ষিত হয়।

এছাড়া গুণবতী বাজারের চলাচলের রাস্তায় একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে পণ্য আনলোড করায় যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়। ট্রাকটির চালকের লাইসেন্স ও ট্রাকের কাগজপত্রও যথাযথ ছিল না।

সব মিলিয়ে রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ট্রাক মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও প্রদান করা হয়।

সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিমা জানান, “বাজারে নৈরাজ্য, ভোক্তার সঙ্গে প্রতারণা এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”