চৌদ্দগ্রামে মূল্যতালিকা ও পলিথিন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে জরিমানা

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে পণ্য মূল্যতালিকা না থাকা, অতিরিক্ত মূল্য আদায়, পলিথিন ব্যবহার এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল।

অভিযানকালে রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্স নামের দুটি দোকানে মূল্যতালিকা না থাকা, পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যে অসামঞ্জস্য এবং অনুমোদনহীন ঘি বিক্রির অভিযোগ পাওয়া যায়। একইসঙ্গে নিষেধাজ্ঞা সত্ত্বেও দোকানগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে পলিথিন ব্যবহার পরিলক্ষিত হয়।

এছাড়া গুণবতী বাজারের চলাচলের রাস্তায় একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে পণ্য আনলোড করায় যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়। ট্রাকটির চালকের লাইসেন্স ও ট্রাকের কাগজপত্রও যথাযথ ছিল না।

সব মিলিয়ে রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ট্রাক মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও প্রদান করা হয়।

সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিমা জানান, “বাজারে নৈরাজ্য, ভোক্তার সঙ্গে প্রতারণা এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page