০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ২০২৬ সালে নতুন ক্যাম্পাসে উদ্বোধন হবে ৪টি হল ও ৪টি অ্যাকাডেমিক ভবন: কুবি উপাচার্য মনোহরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কিত পথচারীরা ও স্কুলগামীরা দাউদকান্দিতে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান কুমিল্লায় মহাসড়কে গরুবাহী ট্রাক ছিনতাই: ১৯টি গরু ও ২ লাখ টাকা লুট গণতান্ত্রিক আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে প্রবাসীদের ভূমিকা অতুলনীয় -ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় ভণ্ড রাজারবাগের আস্তানা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চৌদ্দগ্রামে মূল্যতালিকা ও পলিথিন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে জরিমানা

  • তারিখ : ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 24

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে পণ্য মূল্যতালিকা না থাকা, অতিরিক্ত মূল্য আদায়, পলিথিন ব্যবহার এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল।

অভিযানকালে রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্স নামের দুটি দোকানে মূল্যতালিকা না থাকা, পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যে অসামঞ্জস্য এবং অনুমোদনহীন ঘি বিক্রির অভিযোগ পাওয়া যায়। একইসঙ্গে নিষেধাজ্ঞা সত্ত্বেও দোকানগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে পলিথিন ব্যবহার পরিলক্ষিত হয়।

এছাড়া গুণবতী বাজারের চলাচলের রাস্তায় একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে পণ্য আনলোড করায় যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়। ট্রাকটির চালকের লাইসেন্স ও ট্রাকের কাগজপত্রও যথাযথ ছিল না।

সব মিলিয়ে রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ট্রাক মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও প্রদান করা হয়।

সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিমা জানান, “বাজারে নৈরাজ্য, ভোক্তার সঙ্গে প্রতারণা এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

error: Content is protected !!

চৌদ্দগ্রামে মূল্যতালিকা ও পলিথিন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে জরিমানা

তারিখ : ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে পণ্য মূল্যতালিকা না থাকা, অতিরিক্ত মূল্য আদায়, পলিথিন ব্যবহার এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল।

অভিযানকালে রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্স নামের দুটি দোকানে মূল্যতালিকা না থাকা, পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যে অসামঞ্জস্য এবং অনুমোদনহীন ঘি বিক্রির অভিযোগ পাওয়া যায়। একইসঙ্গে নিষেধাজ্ঞা সত্ত্বেও দোকানগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে পলিথিন ব্যবহার পরিলক্ষিত হয়।

এছাড়া গুণবতী বাজারের চলাচলের রাস্তায় একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে পণ্য আনলোড করায় যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়। ট্রাকটির চালকের লাইসেন্স ও ট্রাকের কাগজপত্রও যথাযথ ছিল না।

সব মিলিয়ে রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ট্রাক মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও প্রদান করা হয়।

সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিমা জানান, “বাজারে নৈরাজ্য, ভোক্তার সঙ্গে প্রতারণা এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”