মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত ডাকাতিয়া নদীর পড়ে মানুষ জড়ো হওয়ায় সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকাতিয়া নদীর চিলপাড়া এলাকায় চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেন।
যৌথ অভিযানের নেতৃত্বে ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মনজুরুল হক ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লামইয়া সাইফুল। তখন উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে নদী পাড়ে দোকান খোলা রাখায় পাঁচ প্রতিষ্ঠান এবং ঘুরতে আসা ২৫ জনের বিরুদ্ধে ৩০টি মামলায় ২১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page