মোঃ সাফি।।
সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান পরিচালিত হয়েছে।
জেলাজুড়ে জেলা প্রশাসনের ৪০টি টিম কাজ করছে। বিভিন্নস্থানে দোকানপাট ও শপিংমলগুলো সম্পুর্ণ বন্ধ রয়েছে। মানুষের বিনা প্রয়োজনে বাহিরে বের হচ্ছেনা। সড়কগুলো প্রায় ফাকা রয়েছে। রিক্সা ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে।
দাউদকান্দি উপজেলায় লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. ফখরুল হোসাইন পুলিশ ও র্যাব বাহিনীর সহায়তায় দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময়ে তিনি ১৪ টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদÐ প্রদান করেন। এছাড়া সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. ফখরুল হোসাইন জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন শুক্রবার সকাল থেকে মাঠে কাজ করছে। বিধিনিষেধ না মানায় জরিমানা করা হয়েছে।