
মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী সঙ্গীয় সহ শনিবার দুপুরে দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল, ৪৭ বোতল বিদেশি মদ বিক্রির সময় হাতে নাতে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান যে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জায়েদুল ইসলামের তত্ত্বাবধানে ফাঁড়ির এস আই রাজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্য মজিবুর রহমান সহ গত শনিবার দুপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে ময়নামতি ইউনিয়ন এর দেবপুর এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় হাতে নাতে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও বিদেশি মদ ৪৭ বোতল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী হল উপজেলার ষোলনল ইউনিয়ন এর শিকারপুর গ্রামের ভূইয়া বাড়ির মোঃ চান মিয়ার ছেলে ফরহাদ হোসেন।
এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে শনিবার বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে। ওই দিন বিকালে পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।