০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলার আসামি লোকমান ব্রাহ্মণপাড়া থেকে গ্রেপ্তার

  • তারিখ : ১১:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • 121

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপি কর্মী সিদ্দিকুর রহমান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মৎস্যজীবী লীগ নেতা লোকমান হোসেন হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামসুদ্দিন।

বুধবার (২৩ এপ্রিল) সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত লোকমান হোসেন হাজারী (৪৮) ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর হাজারী বাড়ির মৃত দুধ মিয়ার ছেলে। সে মালাপাড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ আগস্ট (শুক্রবার) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় সালিশ বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা। এ সময় কুপিয়ে হত্যা করা হয় বিএনপি কর্মী সিদ্দিকুর রহমানকে (৪৫)। তিনি একই গ্রামের মৃত আব্দুস কুদ্দুস মিয়ার ছেলে।

ঘটনার পর নিহতের পরিবার ৬৮ জনের নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করে, ওই মামলায় মৎস্যজীবী লীগ নেতা লোকমান হোসেন হাজারী ৩নং এজাহার নামীয় আসামি।

স্থানীয়রা জানান, লোকমান হোসেন হাজারী একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাব বিস্তার করতেন। এলাকাবাসী ও নিহতের পরিবার তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “লোকমান হোসেন হাজারী দেবিদ্বার থানার একটি হত্যা মামলার আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

error: Content is protected !!

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলার আসামি লোকমান ব্রাহ্মণপাড়া থেকে গ্রেপ্তার

তারিখ : ১১:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপি কর্মী সিদ্দিকুর রহমান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মৎস্যজীবী লীগ নেতা লোকমান হোসেন হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামসুদ্দিন।

বুধবার (২৩ এপ্রিল) সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত লোকমান হোসেন হাজারী (৪৮) ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর হাজারী বাড়ির মৃত দুধ মিয়ার ছেলে। সে মালাপাড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ আগস্ট (শুক্রবার) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় সালিশ বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা। এ সময় কুপিয়ে হত্যা করা হয় বিএনপি কর্মী সিদ্দিকুর রহমানকে (৪৫)। তিনি একই গ্রামের মৃত আব্দুস কুদ্দুস মিয়ার ছেলে।

ঘটনার পর নিহতের পরিবার ৬৮ জনের নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করে, ওই মামলায় মৎস্যজীবী লীগ নেতা লোকমান হোসেন হাজারী ৩নং এজাহার নামীয় আসামি।

স্থানীয়রা জানান, লোকমান হোসেন হাজারী একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাব বিস্তার করতেন। এলাকাবাসী ও নিহতের পরিবার তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “লোকমান হোসেন হাজারী দেবিদ্বার থানার একটি হত্যা মামলার আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”