১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই -ড.খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার

পুনঃদরপত্রে ৪ কোটি ৭৮ লাখ টাকায় নিমসার বাজারের ইজারা পেলেন হুমায়ুন কবির

  • তারিখ : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • 48

জহিরুল হক বাবু।।
দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার আগামী ১ বছরের জন্য পুনরায় ইজারার দরপত্রের মাধ্যমে ৪ কোটি ৭৮ লক্ষ ৮০ হাজার টাকায় পেলেন হুমায়ূন কবির নামে এক ব্যক্তি।

হুমায়ূন কবির কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের আদুল হামিদের ছেলে।

বুধবার (৯ এপ্রিল) বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দরপত্র খুলার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে প্রথম ইজারায় ৫ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৯১৫ টাকায় দরপত্র দাখিল করে সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় আব্দুল জলিল নামে এক ব্যক্তির ১ কোটি ৫৮ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়।

পরবর্তীতে গত ২৫ মার্চ নিমসার বাজারসহ বুড়িচং উপজেলার সাতটি বাজার পুনরায় দরপত্র বিজ্ঞপ্তি দেয়া হয়।

পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩ টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হকসহ উপজেলা বাজার ব্যবস্থাপনা কমিটির ও জনসাধারণের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলা হয়।

দরপত্র বাক্স পর্যালোচনা করে দেখা যায় নিমসার বাজারের ইজারার জন্য একটিমাত্র দরপত্র জমা পড়ে। সেই দরপত্রে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি ৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা দাম দেন। যা সরকারি নির্ধারিত মূল্য থেকে বেশি হওয়ায় প্রাথমিকভাবে হুমায়ুন কবির’কে নিমসার বাজারের ইজারাদার হিসেবে নির্ধারণ করা হয়।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, প্রথম দরপত্র বিজ্ঞপ্তিতে নিমসার বাজারের ইজারায় অংশগ্রহণকারী নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় তার জামানতকৃত টাকা বাজেয়াপ্ত করে পুনরায় বিজ্ঞপ্তি দেয়া হয়। পুনঃ বিজ্ঞপ্তিতে সরকারি মূল্যের চেয়ে বেশি দিয়ে একটিমাত্র দরপত্র জমা পড়ে। নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে ওই দরপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। দরপত্রের দাতা চিঠি পাওয়ার ৭ কার্য দিবসের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে।

error: Content is protected !!

পুনঃদরপত্রে ৪ কোটি ৭৮ লাখ টাকায় নিমসার বাজারের ইজারা পেলেন হুমায়ুন কবির

তারিখ : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

জহিরুল হক বাবু।।
দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার আগামী ১ বছরের জন্য পুনরায় ইজারার দরপত্রের মাধ্যমে ৪ কোটি ৭৮ লক্ষ ৮০ হাজার টাকায় পেলেন হুমায়ূন কবির নামে এক ব্যক্তি।

হুমায়ূন কবির কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের আদুল হামিদের ছেলে।

বুধবার (৯ এপ্রিল) বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দরপত্র খুলার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে প্রথম ইজারায় ৫ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৯১৫ টাকায় দরপত্র দাখিল করে সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় আব্দুল জলিল নামে এক ব্যক্তির ১ কোটি ৫৮ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়।

পরবর্তীতে গত ২৫ মার্চ নিমসার বাজারসহ বুড়িচং উপজেলার সাতটি বাজার পুনরায় দরপত্র বিজ্ঞপ্তি দেয়া হয়।

পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩ টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হকসহ উপজেলা বাজার ব্যবস্থাপনা কমিটির ও জনসাধারণের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলা হয়।

দরপত্র বাক্স পর্যালোচনা করে দেখা যায় নিমসার বাজারের ইজারার জন্য একটিমাত্র দরপত্র জমা পড়ে। সেই দরপত্রে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি ৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা দাম দেন। যা সরকারি নির্ধারিত মূল্য থেকে বেশি হওয়ায় প্রাথমিকভাবে হুমায়ুন কবির’কে নিমসার বাজারের ইজারাদার হিসেবে নির্ধারণ করা হয়।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, প্রথম দরপত্র বিজ্ঞপ্তিতে নিমসার বাজারের ইজারায় অংশগ্রহণকারী নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় তার জামানতকৃত টাকা বাজেয়াপ্ত করে পুনরায় বিজ্ঞপ্তি দেয়া হয়। পুনঃ বিজ্ঞপ্তিতে সরকারি মূল্যের চেয়ে বেশি দিয়ে একটিমাত্র দরপত্র জমা পড়ে। নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে ওই দরপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। দরপত্রের দাতা চিঠি পাওয়ার ৭ কার্য দিবসের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে।