মোঃ জহিরুল হক বাবু।।
৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ফুটবল খেলায় কুমিল্লা জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বুড়িচং উপজেলার খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়।
গত ১০ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সাথে বিজয়ের মধ্যদিয়ে বুড়িচং উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়।
উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে গত ১২ সেপ্টেম্বর সকালে খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় মেঘনা উপজেলার সাথে খেলে জয় লাভ করে। একই দিনে বিকেলে আবার তিতাস উপজেলার সাথে খেলে জয় লাভ করে কোয়াটার ফাইনালে উঠেন।
১৩ সেপ্টেম্বর সকালে কোয়াটার ফাইনালে প্রথমে চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইস্কুলের সাথে জয় পায়। একই দিনে সেমিফাইনালে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার হাইস্কুলের সাথে জয় পায় খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়। সব শেষ ফাইনালে মুরাদনগর উপজেলার সাথে জয় নিয়ে কুমিল্লা জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল।
খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের ব্যাচের মুখপাত্র মোঃ সাইফুল ইসলাম জানান, আমাদের এই বিজয় গৌরবের। দীর্ঘদিন পর বুড়িচং উপজেলার কোন বিদ্যালয় ফুটবলে জেলার চ্যাম্পিয়ন হলো। আমরা প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সকল খেলোয়ার ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানাচ্ছি।
আরো দেখুন:You cannot copy content of this page