বরুড়া প্রতিনিধিঃ
পুষ্টি মেধা,দারিদ্র বিমোচন পানি সম্পদ প্রদশনীর আয়োজন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় আজ ২৬ শে জুন সকাল ১১ টায় বরুড়া উপজেলা প্রানিসম্পদ পশু হাসাপাতাল অফিস সংলগ্ন মাঠে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর সভাপতিত্বে প্রানি সম্পদ অধিদপ্তরের বিভিন্ন স্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এন এম মইনূল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন ( বখতিয়ার)। অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তর কর্মকর্তা নাসরিন সুলতানা তনু সহ উপজেলার প্রানি সম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠান পরিচালনা করেন বরুড়া উপজেলা প্রানি সম্পদ সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল আল নোমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বরুড়া উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তর অফিসার নাসরিন সুলতানা তনু বলেন মুজিব বর্ষের অঙ্গিকার প্রানিজ পুষ্টি হবে সবার, করোনাকালীন খামারীদের ৬০০ কোটি টাকা প্রনোদনা দেয়া হয়েছে,এই ধারাবাহিকতায় বরুড়া উপজেলায় ২০০০ খামারীকে প্রনোদনা দেয়া হয়েছে।