বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার কে তৃতীয় পর্যায়ের ২য় ধাপে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বরুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ ২০ জুলাই বিকাল ৩ টায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী সচিব পদে পদন্নোতি প্রাপ্ত মীর রাশেদুজ্জামান রাশেদ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।
এই সময় তিনি জানান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তৃতীয় পর্যায়ের ২য় ধাপে বরুড়া উপজেলায় ৭৭ টি ঘর আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন শেষে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে ।এই পর্যন্ত বরুড়া উপজেলায়২৬৭ টি গৃহহীন পরিবার কে বরুড়া ঘর দেওয়া হয়েছে। বাকী আরো ৫৫ টি ঘর নির্মান কাজ চলমান রয়েছে, এগুলো পর্যায়ক্রমে গৃহহীন পরিবারের মাঝে প্রদান করা হবে।
এই সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সলিল রন্জন বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ ইকরামুল হক সহ উপজেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ।