আরাফাত হোসেন, বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল হাই এর মৃত্যুতে আজ কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১ টায় চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে স্মরন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বরুড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বরুড়া পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন (বখতিয়ার)। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান (মিজান),কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিনুরানী দত্ত, কুমিল্লা দক্ষিন জেলা সেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহাজান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন সহ স্হানীয় আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ।
স্মরন সভা অনুষ্ঠানে শিক্ষক মোঃ আব্দুল হাই এর আত্মার মাগফেরাত কামনা করতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করেন কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।