০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

বাল্যবিবাহ নয়, শিক্ষাই হোক মেয়ের প্রথম অধিকার: ইউএনও মাহমুদা জাহান

  • তারিখ : ০৬:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 71

মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বাল্যবিবাহ, জন্ম নিবন্ধন এবং ছেলে-মেয়ে সন্তানকে সমানভাবে মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সরাসরি মাঠে নামেন।

বুধবার (১৮ জুন) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি ক্লিনিকে আগত সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন।

এ সময় ইউএনও মাহমুদা জাহান বলেন, “আমাদের সমাজে আজও কন্যাসন্তানকে অবহেলা করা হয়, যা একেবারেই অনুচিত। ছেলে ও মেয়ে—উভয়েই সমানভাবে পরিবারের সুখ-দুঃখে অংশীদার এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। কন্যাসন্তানকে অবহেলা নয়, তাকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। মেয়েদের ছোটবেলায় বিয়ে না দিয়ে তাদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এতে করে শুধু পরিবার নয়, সমাজও উপকৃত হবে।

ইউএনও মাহমুদা জাহান বলেন, জন্মের সঙ্গে সঙ্গেই শিশুর জন্মনিবন্ধন করা খুবই গুরুত্বপূর্ণ। এটি তার নাগরিক অধিকার নিশ্চিত করে এবং ভবিষ্যতের অনেক সরকারি সুবিধা গ্রহণে সহায়ক হয়। তাই কোনো পরিবার যেন এটি অবহেলা না করে।”

তিনি আরও বলেন, “আপনারা নিজের ঘর থেকে এই পরিবর্তনের সূচনা করুন। নিজের সন্তানদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখুন। একমাত্র সচেতনতাই পারে সমাজকে পরিবর্তন করতে।”

তার এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং মানরা কমিউনিটি ক্লিনিকে কর্মরত সেবাদানকারীগণ।

জনগণের মাঝে সচেতনতা তৈরি ও সামাজিক উন্নয়নে প্রশাসনের এমন ইতিবাচক ভূমিকা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।

error: Content is protected !!

বাল্যবিবাহ নয়, শিক্ষাই হোক মেয়ের প্রথম অধিকার: ইউএনও মাহমুদা জাহান

তারিখ : ০৬:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বাল্যবিবাহ, জন্ম নিবন্ধন এবং ছেলে-মেয়ে সন্তানকে সমানভাবে মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সরাসরি মাঠে নামেন।

বুধবার (১৮ জুন) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি ক্লিনিকে আগত সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন।

এ সময় ইউএনও মাহমুদা জাহান বলেন, “আমাদের সমাজে আজও কন্যাসন্তানকে অবহেলা করা হয়, যা একেবারেই অনুচিত। ছেলে ও মেয়ে—উভয়েই সমানভাবে পরিবারের সুখ-দুঃখে অংশীদার এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। কন্যাসন্তানকে অবহেলা নয়, তাকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। মেয়েদের ছোটবেলায় বিয়ে না দিয়ে তাদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এতে করে শুধু পরিবার নয়, সমাজও উপকৃত হবে।

ইউএনও মাহমুদা জাহান বলেন, জন্মের সঙ্গে সঙ্গেই শিশুর জন্মনিবন্ধন করা খুবই গুরুত্বপূর্ণ। এটি তার নাগরিক অধিকার নিশ্চিত করে এবং ভবিষ্যতের অনেক সরকারি সুবিধা গ্রহণে সহায়ক হয়। তাই কোনো পরিবার যেন এটি অবহেলা না করে।”

তিনি আরও বলেন, “আপনারা নিজের ঘর থেকে এই পরিবর্তনের সূচনা করুন। নিজের সন্তানদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখুন। একমাত্র সচেতনতাই পারে সমাজকে পরিবর্তন করতে।”

তার এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং মানরা কমিউনিটি ক্লিনিকে কর্মরত সেবাদানকারীগণ।

জনগণের মাঝে সচেতনতা তৈরি ও সামাজিক উন্নয়নে প্রশাসনের এমন ইতিবাচক ভূমিকা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।