বিএনপির জ্বালাও-পোড়াও নীতির কারণে মালিকরা গাড়ি চালাতে চায় না- কুমিল্লায় সংস্কৃতি প্রতিমন্ত্রী

মোঃ জহিরুল হক বাবু।।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘বিএনপিতো নানাবিধ অভিযোগ করতেই পারে। অনেকে বলে, গাড়ি বন্ধ বাস বন্ধ ট্রাক বন্ধ। এর কারণ বিএনপির জ্বালাও-পোড়াও নীতির কারণে মালিকরা গাড়ি চালাতে চায় না। এটা তাদেরই (চালক-মালিক) ইচ্ছে, এতে সরকারের কোন ইন্ধনও নেই।’

শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় কুমিল্লা জেলা বইমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি ডাকে হরতাল-অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রল বোমা হামলায় নিহত যশোরের নুরুজ্জামান পাপলু ও তার মেয়ে যশোরের মাইশা তাসলিমের কথা উল্লেখ করে বলেন, ‘মায়ের সামনে মাইশা মেয়েটা ছটফট করতে করতে মারা যায়। মেয়েটা পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে, কিন্তু মা কিছু করতে পারছে না। এসব অভিজ্ঞতা তার মা আমাদের বলেছে।’

উদ্বোধন শেষে তিনি বিভিন্ন বইয়ের দোকান পরিদর্শন করেন। পাঁচ দিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কে এম খালিদ এমপি।

স্বাগত বক্তব্য রাখেন, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব মোসাম্মৎ জোহরা খাতুন।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরীসহ অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page