০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে কামরুল হুদার মতবিনিময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: ডা. তাহের ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধণা ‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে গাঁজাসহ বাবা-ছেলে আটক মুরাদনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-শিশুর মর্মান্তিক মৃত্যু আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি- সুমনা, সাধারণ সম্পাদক- আকাইদ বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের চলছে প্রস্তুতি

বিএনপির রোডমার্চে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছিল তীব্র যানজট, ভোগান্তি

  • তারিখ : ০৯:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • 1

নিউজ ডেস্ক।।
রোডমার্চ উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও চালকদের চরম দুভোর্গ পোহাতে হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাসড়কের চান্দিনা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার এলাকার কয়েকটি স্থানে ভেঙে ভেঙে শুরু হওয়া এই যানজট দুপুরের পর কমতে শুরু করে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

‘সরকারের পদত্যাগ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা’র একদফা দাবিতে বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই রোডমার্চ করছে বিএনপি।

কুমিল্লার বুড়িচং উপজেলার কালকচুয়া এলাকা থেকে শুরু হওয়া রোডমার্চটি ফেনী-মিসরাই হয়ে বিকালে চট্টগ্রাম গিয়ে শেষ হয়। রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, রোডমার্চকে ঘিরে মহাসড়কে কুমিল্লাসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর ঢল নামে।

কুমিল্লার চান্দিনা, সদর দক্ষিণের পদুয়ার বাজার, চৌদ্দগ্রাম এলাকাসহ ফেনী পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

তারা ব্যানার, ফেস্টুন নিয়ে মহাসড়কের দু’পাশে সমবেত হন। একই সঙ্গে মিছিলে মিছিলে পুরো মহাসড়কই ছিল তাদের দখলে।

এদিন সকাল ৯টায় বুড়িচং উপজেলার কালকচুয়ায় রোডমার্চের প্রারম্ভিক সমাবেশ করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

মহাসড়ক লাগোয়া একটি হোটেলের সামনের মাঠে আয়োজিত ওই সভায় জায়গা না হওয়ায় নেতা-কর্মীরা অবস্থান নেন মহাসড়কে। এ ছাড়া রোডমার্চে অংশ নেওয়া গাড়িগুলোও মহাসড়কে পার্কিং করে রাখা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায়ও সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ফখরুলসহ দলের নেতারা।

এসব কারণেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম ও ঢাকামুখী লেনে ভেঙে ভেঙে অন্তত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।

বাধ্য হয়ে অনেককে পায়ে হেঁটে ৩ থেকে ৫ কিলোমিটার এলাকাও পাড়ি দিতে হয়েছে। এছাড়া রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পণ্যবাহী গাড়িও যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েন।

বৃহস্পতিবার দুপুরে ময়নামতি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজান উদ্দিন বলেন, বিএনপির রোডমার্চ কর্মসূচিকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দলটির কর্মসূচি কুমিল্লার দিকে শেষ হয়ে চট্টগ্রামের দিকে চলে যাওয়ায় এখন যান চলাচল করছে।

“তবে গাড়ির দীর্ঘ জট লাগায় কিছুটা ধীরগতি রয়েছে। যানজট নিরসনে সকাল থেকেই মহাসড়কে আমাদের একাধিক টিম কাজ করছে।”

বিএনপির রোডমার্চে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছিল তীব্র যানজট, ভোগান্তি

তারিখ : ০৯:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

নিউজ ডেস্ক।।
রোডমার্চ উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও চালকদের চরম দুভোর্গ পোহাতে হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাসড়কের চান্দিনা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার এলাকার কয়েকটি স্থানে ভেঙে ভেঙে শুরু হওয়া এই যানজট দুপুরের পর কমতে শুরু করে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

‘সরকারের পদত্যাগ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা’র একদফা দাবিতে বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই রোডমার্চ করছে বিএনপি।

কুমিল্লার বুড়িচং উপজেলার কালকচুয়া এলাকা থেকে শুরু হওয়া রোডমার্চটি ফেনী-মিসরাই হয়ে বিকালে চট্টগ্রাম গিয়ে শেষ হয়। রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, রোডমার্চকে ঘিরে মহাসড়কে কুমিল্লাসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর ঢল নামে।

কুমিল্লার চান্দিনা, সদর দক্ষিণের পদুয়ার বাজার, চৌদ্দগ্রাম এলাকাসহ ফেনী পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

তারা ব্যানার, ফেস্টুন নিয়ে মহাসড়কের দু’পাশে সমবেত হন। একই সঙ্গে মিছিলে মিছিলে পুরো মহাসড়কই ছিল তাদের দখলে।

এদিন সকাল ৯টায় বুড়িচং উপজেলার কালকচুয়ায় রোডমার্চের প্রারম্ভিক সমাবেশ করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

মহাসড়ক লাগোয়া একটি হোটেলের সামনের মাঠে আয়োজিত ওই সভায় জায়গা না হওয়ায় নেতা-কর্মীরা অবস্থান নেন মহাসড়কে। এ ছাড়া রোডমার্চে অংশ নেওয়া গাড়িগুলোও মহাসড়কে পার্কিং করে রাখা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায়ও সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ফখরুলসহ দলের নেতারা।

এসব কারণেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম ও ঢাকামুখী লেনে ভেঙে ভেঙে অন্তত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।

বাধ্য হয়ে অনেককে পায়ে হেঁটে ৩ থেকে ৫ কিলোমিটার এলাকাও পাড়ি দিতে হয়েছে। এছাড়া রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পণ্যবাহী গাড়িও যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েন।

বৃহস্পতিবার দুপুরে ময়নামতি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজান উদ্দিন বলেন, বিএনপির রোডমার্চ কর্মসূচিকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দলটির কর্মসূচি কুমিল্লার দিকে শেষ হয়ে চট্টগ্রামের দিকে চলে যাওয়ায় এখন যান চলাচল করছে।

“তবে গাড়ির দীর্ঘ জট লাগায় কিছুটা ধীরগতি রয়েছে। যানজট নিরসনে সকাল থেকেই মহাসড়কে আমাদের একাধিক টিম কাজ করছে।”