স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের বাস ভবনের শহীদ ডিসি এ কে এম শামসুল হক খান মঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই আগত বীর মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করা হয়। পরে সাতশত বীর মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়।
পরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুলাহ পিন্টু, জহিরুল হক দুলাল, আব্দুল মতিন, নুরে আলম ভূইয়া, বড়ুয়াসহ অনেকে।
আরো দেখুন:You cannot copy content of this page