০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমেনা বেগম গ্রেপ্তার বুড়িচংয়ে কালভার্টের নিচ থেকে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ হোমনায় শিক্ষার্থীদের চলাচলের পথে দেয়াল নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায় মিথ্যাচারের শিকার পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যানজট নিরসনে কঠোর ভূমিকা মুরাদনগর জুরে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা; দুর্ঘটনা ও ভোগান্তি চরমে কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১ কুমিল্লার মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ২০২৬ সালে নতুন ক্যাম্পাসে উদ্বোধন হবে ৪টি হল ও ৪টি অ্যাকাডেমিক ভবন: কুবি উপাচার্য

বিদেশ পালানোর সময় বিমানবন্দরে কুমিল্লার জহির হত্যা মামলার আসামি আটক

  • তারিখ : ১২:২৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 135

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মো. ডালিমকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১২ জুলাই) দুপুরে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তিতাস থানাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করে।

আটক মো. ডালিম কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জহির হত্যা মামলার গ্রেফতার এড়াতে ডালিম জালিয়াতির মাধ্যমে নিজের পাসপোর্টে পিতার নাম ‘আনোয়ার হোসেন’ পরিবর্তে ‘আমির হোসেন’ দেখান। এরপর বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্যাহ বলেন, “আটক ডালিম জহির হত্যা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পাসপোর্টে পিতার নাম পরিবর্তনের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করেছিল সে। যাচাই-বাছাই শেষে বিমানবন্দর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। বর্তমানে তাকে তিতাস থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে তৎকালীন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে জহিরকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনার পর থেকেই ডালিম পলাতক ছিলেন।

error: Content is protected !!

বিদেশ পালানোর সময় বিমানবন্দরে কুমিল্লার জহির হত্যা মামলার আসামি আটক

তারিখ : ১২:২৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মো. ডালিমকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১২ জুলাই) দুপুরে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তিতাস থানাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করে।

আটক মো. ডালিম কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জহির হত্যা মামলার গ্রেফতার এড়াতে ডালিম জালিয়াতির মাধ্যমে নিজের পাসপোর্টে পিতার নাম ‘আনোয়ার হোসেন’ পরিবর্তে ‘আমির হোসেন’ দেখান। এরপর বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্যাহ বলেন, “আটক ডালিম জহির হত্যা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পাসপোর্টে পিতার নাম পরিবর্তনের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করেছিল সে। যাচাই-বাছাই শেষে বিমানবন্দর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। বর্তমানে তাকে তিতাস থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে তৎকালীন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে জহিরকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনার পর থেকেই ডালিম পলাতক ছিলেন।