এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার প্রতিনিধি।।
‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার সভাপতি মানবতার ফেরিওয়ালা আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার’র অর্থায়ানে শোকের মাস ১ আগষ্ট থেকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিন পর্যন্ত প্রতিদিন ৪০০ অসহায় অনাথ এবং বিপদগ্রস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রমের আজ ছিল নবম দিন।
সোমবার দুপুরে সামাজিক দূরত বজায় রেখে ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার তত্বাবধানে ‘পাশে আছি কোভিড-১৯ সেবা‘ কার্যালয়ের মাধ্যমে ধারাবাহিক খাবার বিতরণের নবম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নবম দিনে খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইনে খাবার পরিবেশনা প্রতিষ্ঠান মা-মেয়ের রান্না ঘর’র পরিচালক হুরবানু আক্তার পলি ও তাসকিয়া রহমান প্রতিভা।
আরো উপস্থিত ছিলেন, ‘পাশে আছি কোভিড-১৯ সেবা’ টিম’র ইনচার্জ শাহীনূর আক্তার লিপি, কৃষক লীগ কুমিল্লা উত্তর জেলা সদস্য সুজিত পোদ্দার, আনোয়ার হোসেন টিটু, আব্দুর রহমান ভূইয়া, মৈত্রি ইন্টার ন্যাশনাল স্কুলে অধ্যক্ষ মিতা চৌধূরী, রাজন ভূঁইয়া, শফিউল আলম রাজীব, রীমা আক্তার, আয়শা আলী মুক্তা, নূরুন্নাহার, মনিরুল ইসলাম, শারমিন আক্তার প্রমূখ।
আরো দেখুন:You cannot copy content of this page