০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

বিশ্ব ফটোগ্রাফি দিবসে কুমিল্লায় আলোচনা সভা

  • তারিখ : ১০:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 142

স্টাফ রিপোর্টার।।

বিশ্ব ফটোগ্রাফি দিবস–২০২৫ উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ফটোগ্রাফির আদিম ইতিহাস,কলা কৌশল, বিষয়বস্তু, তাৎপর্য, আলোকচিত্রের মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরা এবং আলোকচিত্রের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, আধুনিক যুগে ফটোগ্রাফি শুধু বিনোদন বা স্মৃতি ধরে রাখার মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও ইতিহাস লিপিবদ্ধ করার অন্যতম হাতিয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার প্রবীণ আলোকচিত্রী, নাট্যকার ও সংস্কৃতিকর্মী শাহজাহান চৌধুরী। তিনি আলোচনায় বলেন, “ফটোগ্রাফি হলো এক ধরনের দলিল, যা ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখে। আলোকচিত্রীরা তাদের ক্যামেরার মাধ্যমে সমাজের সুন্দর, কুৎসিত, আনন্দ, বেদনা—সবকিছুই তুলে ধরেন। তাই একজন আলোকচিত্রীর দায়িত্ব অনেক বড়।”

এ সময় কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা উপস্থিত থেকে আলোকচিত্রের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, প্রযুক্তির উন্নতির ফলে এখন তরুণ প্রজন্ম সহজেই ফটোগ্রাফির সঙ্গে যুক্ত হচ্ছে। তবে সৃজনশীলতার পাশাপাশি শৈল্পিক দৃষ্টিভঙ্গি ছাড়া একজন সফল আলোকচিত্রী হওয়া সম্ভব নয়।

অনুষ্ঠান শেষে কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে ভবিষ্যতে নিয়মিত কর্মশালা, প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ইমন রেজা, কালচারাল সেক্রেটারি সুজন দাস নিরব, দপ্তর সম্পাদক সুমিত আহম্মেদ, সিনিয়র সদস্য ইলিয়াছ হোসাইন, সিনিয়র সদস্য মাহবুবল হক মাসুম, সদস্য আবদ্দুর রাজ্জাক, সদস্য তৌসিফ ইহাম,সদস্য তসলিম উদ্দিন প্রমুখ।

error: Content is protected !!

বিশ্ব ফটোগ্রাফি দিবসে কুমিল্লায় আলোচনা সভা

তারিখ : ১০:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।

বিশ্ব ফটোগ্রাফি দিবস–২০২৫ উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ফটোগ্রাফির আদিম ইতিহাস,কলা কৌশল, বিষয়বস্তু, তাৎপর্য, আলোকচিত্রের মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরা এবং আলোকচিত্রের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, আধুনিক যুগে ফটোগ্রাফি শুধু বিনোদন বা স্মৃতি ধরে রাখার মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও ইতিহাস লিপিবদ্ধ করার অন্যতম হাতিয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার প্রবীণ আলোকচিত্রী, নাট্যকার ও সংস্কৃতিকর্মী শাহজাহান চৌধুরী। তিনি আলোচনায় বলেন, “ফটোগ্রাফি হলো এক ধরনের দলিল, যা ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখে। আলোকচিত্রীরা তাদের ক্যামেরার মাধ্যমে সমাজের সুন্দর, কুৎসিত, আনন্দ, বেদনা—সবকিছুই তুলে ধরেন। তাই একজন আলোকচিত্রীর দায়িত্ব অনেক বড়।”

এ সময় কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা উপস্থিত থেকে আলোকচিত্রের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, প্রযুক্তির উন্নতির ফলে এখন তরুণ প্রজন্ম সহজেই ফটোগ্রাফির সঙ্গে যুক্ত হচ্ছে। তবে সৃজনশীলতার পাশাপাশি শৈল্পিক দৃষ্টিভঙ্গি ছাড়া একজন সফল আলোকচিত্রী হওয়া সম্ভব নয়।

অনুষ্ঠান শেষে কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে ভবিষ্যতে নিয়মিত কর্মশালা, প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ইমন রেজা, কালচারাল সেক্রেটারি সুজন দাস নিরব, দপ্তর সম্পাদক সুমিত আহম্মেদ, সিনিয়র সদস্য ইলিয়াছ হোসাইন, সিনিয়র সদস্য মাহবুবল হক মাসুম, সদস্য আবদ্দুর রাজ্জাক, সদস্য তৌসিফ ইহাম,সদস্য তসলিম উদ্দিন প্রমুখ।