বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণ পাড়া উপজেলায় বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি (ফ্রান্স)।

ফ্রান্সে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির সভাপতি জামাল হোসেন ও কুমিল্লা জেলার কৃতি সন্তান সহ-সাধারণ সম্পাদক ফারুক খান এর সার্বিক সহযোগিতায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার প্রায় অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে নব্বই হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

গত সোমবার ও মঙ্গলবার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব ও বুড়িচং দারুস সালাম মাদানিয়া মাদ্রাসা কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির পক্ষে নগদ অর্থ তুলে দেন- দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কাজী খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সেক্রেটারি ফারুক আহাম্মদ, বুড়িচং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ নাজির মাহমুদ নছির ভূইয়া, দারুস সালাম মাদানীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম, সাংবাদিক বাছির উদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের সদস্য মোঃ ফয়েজ আহাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page