০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার

  • তারিখ : ১১:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 300

জহিরুল হক বাবু।।
আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

বিশেষ করে মোকাম ইউনিয়নের কোরপাই এলাকা থেকে শুরু করে ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড, ব্রিজ ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশের অবস্থান নিতে দেখা যায়। প্রতিটি মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও সড়কজুড়ে টহল দিচ্ছে র‌্যাব, ডিবি ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা তল্লাশি অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যদেরও অংশ নিতে দেখা গেছে। তারা যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করছেন, ব্যাগপত্র ও লাগেজ খুলে দেখা হচ্ছে। সন্দেহভাজন কিছু মোটরসাইকেল আরোহী ও ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে-যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা সংঘাত প্রতিরোধের লক্ষ্যেই এই অভিযান ও তল্লাশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “সড়ক ও জননিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবির টিমগুলোও মাঠে রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও কৌশলগত অবস্থান নিয়েছেন যাতে যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, “মহাসড়ক ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে শুধুমাত্র জনগণের নিরাপত্তার জন্য। গুজবে কান না দিয়ে শান্ত থাকুন।”

error: Content is protected !!

বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার

তারিখ : ১১:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

বিশেষ করে মোকাম ইউনিয়নের কোরপাই এলাকা থেকে শুরু করে ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড, ব্রিজ ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশের অবস্থান নিতে দেখা যায়। প্রতিটি মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও সড়কজুড়ে টহল দিচ্ছে র‌্যাব, ডিবি ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা তল্লাশি অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যদেরও অংশ নিতে দেখা গেছে। তারা যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করছেন, ব্যাগপত্র ও লাগেজ খুলে দেখা হচ্ছে। সন্দেহভাজন কিছু মোটরসাইকেল আরোহী ও ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে-যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা সংঘাত প্রতিরোধের লক্ষ্যেই এই অভিযান ও তল্লাশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “সড়ক ও জননিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবির টিমগুলোও মাঠে রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও কৌশলগত অবস্থান নিয়েছেন যাতে যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, “মহাসড়ক ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে শুধুমাত্র জনগণের নিরাপত্তার জন্য। গুজবে কান না দিয়ে শান্ত থাকুন।”