জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সমবায় অধিদপ্তর ঢাকা কতৃক বাস্তবায়িত “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা সমবায় অফিসার ও কোর্স পরিচালক মোঃ মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হোসেন।
ইউএনও তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। দুগ্ধ উৎপাদন বাড়ানো গেলে দেশের পুষ্টি ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। গাভী পালনের মতো উদ্যোগ কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রশিক্ষণ গ্রহণকারীরা যেন শেখা জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”
এছাড়াও সেশন নেন প্রকল্প পরিচালক জনাব তোফায়েল আহমেদ (সমবায় অধিদপ্তর, ঢাকা), উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহকারী কোর্স পরিচালক মোসাঃ মাহমুদা আক্তার (সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়), সাপোর্টিং স্টাফ মোসাঃ নুরুন নাহার (কম্পিউটার অপারেটর, উপজেলা সমবায় কার্যালয়) প্রমুখ।
প্রকল্পের আওতায় বুড়িচং উপজেলার হরিপুর, যদুপুর ও আরাগ আনন্দপুর গ্রামের ৫০ জন সুবিধাভোগীকে নিয়ে গঠিত “বুড়িচং অগ্রণী দুগ্ধ সমবায় সমিতি লিঃ” এর সদস্যদের অংশগ্রহণে এ চার দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।