১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

বুড়িচংয়ে গাভী পালন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • তারিখ : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 861

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সমবায় অধিদপ্তর ঢাকা কতৃক বাস্তবায়িত “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা সমবায় অফিসার ও কোর্স পরিচালক মোঃ মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হোসেন।

ইউএনও তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। দুগ্ধ উৎপাদন বাড়ানো গেলে দেশের পুষ্টি ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। গাভী পালনের মতো উদ্যোগ কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রশিক্ষণ গ্রহণকারীরা যেন শেখা জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”

এছাড়াও সেশন নেন প্রকল্প পরিচালক জনাব তোফায়েল আহমেদ (সমবায় অধিদপ্তর, ঢাকা), উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহকারী কোর্স পরিচালক মোসাঃ মাহমুদা আক্তার (সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়), সাপোর্টিং স্টাফ মোসাঃ নুরুন নাহার (কম্পিউটার অপারেটর, উপজেলা সমবায় কার্যালয়) প্রমুখ।

প্রকল্পের আওতায় বুড়িচং উপজেলার হরিপুর, যদুপুর ও আরাগ আনন্দপুর গ্রামের ৫০ জন সুবিধাভোগীকে নিয়ে গঠিত “বুড়িচং অগ্রণী দুগ্ধ সমবায় সমিতি লিঃ” এর সদস্যদের অংশগ্রহণে এ চার দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

error: Content is protected !!

বুড়িচংয়ে গাভী পালন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

তারিখ : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সমবায় অধিদপ্তর ঢাকা কতৃক বাস্তবায়িত “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা সমবায় অফিসার ও কোর্স পরিচালক মোঃ মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হোসেন।

ইউএনও তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। দুগ্ধ উৎপাদন বাড়ানো গেলে দেশের পুষ্টি ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। গাভী পালনের মতো উদ্যোগ কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রশিক্ষণ গ্রহণকারীরা যেন শেখা জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”

এছাড়াও সেশন নেন প্রকল্প পরিচালক জনাব তোফায়েল আহমেদ (সমবায় অধিদপ্তর, ঢাকা), উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহকারী কোর্স পরিচালক মোসাঃ মাহমুদা আক্তার (সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়), সাপোর্টিং স্টাফ মোসাঃ নুরুন নাহার (কম্পিউটার অপারেটর, উপজেলা সমবায় কার্যালয়) প্রমুখ।

প্রকল্পের আওতায় বুড়িচং উপজেলার হরিপুর, যদুপুর ও আরাগ আনন্দপুর গ্রামের ৫০ জন সুবিধাভোগীকে নিয়ে গঠিত “বুড়িচং অগ্রণী দুগ্ধ সমবায় সমিতি লিঃ” এর সদস্যদের অংশগ্রহণে এ চার দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।