০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় সাড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত সর্দার নয়নসহ ৫ সদস্য আটক বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন মুরাদনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুবিতে নাট্যকার মুনীর চৌধুরী বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু লন্ডনে বাংলাদেশে সংসদে কেমন জনপ্রতিনিধি দেখতে চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দাউদকান্দিতে হামলায় আহত বিএনপি নেতা সোহেল মীরকে দেখতে গেলেন নেতৃবৃন্দ ১৭ বছর পর সু-দিন আসলেও কুমিল্লা-৬ আসনের বিএনপি নেতা-কর্মীদের মনে আনন্দ নেই চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ভারত সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

  • তারিখ : ০৯:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • 21

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মৎ আফরিনা আক্তার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, ভেটেরিনারি সার্জন জনি পাল, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, সহকারী শিক্ষা অফিসার মোঃ কবির আহম্মদ এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, “বর্তমান সরকার কৃষি ও প্রাণিসম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টিমান উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগের অবদান অনস্বীকার্য। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন এখন সময়ের দাবি। এ প্রদর্শনী থেকে শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ উপকৃত হবে এবং সঠিক তথ্য জেনে পশুপালনে আগ্রহী হবে।” তিনি আরও বলেন, “আমরা চাই, বুড়িচং উপজেলাকে মডেল প্রাণিসম্পদবান্ধব উপজেলায় রূপান্তর করতে সকলের সম্মিলিত উদ্যোগ।”

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। আগামী ২ ডিসেম্বর সপ্তাহব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!

বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

তারিখ : ০৯:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মৎ আফরিনা আক্তার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, ভেটেরিনারি সার্জন জনি পাল, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, সহকারী শিক্ষা অফিসার মোঃ কবির আহম্মদ এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, “বর্তমান সরকার কৃষি ও প্রাণিসম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টিমান উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগের অবদান অনস্বীকার্য। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন এখন সময়ের দাবি। এ প্রদর্শনী থেকে শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ উপকৃত হবে এবং সঠিক তথ্য জেনে পশুপালনে আগ্রহী হবে।” তিনি আরও বলেন, “আমরা চাই, বুড়িচং উপজেলাকে মডেল প্রাণিসম্পদবান্ধব উপজেলায় রূপান্তর করতে সকলের সম্মিলিত উদ্যোগ।”

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। আগামী ২ ডিসেম্বর সপ্তাহব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হবে।