বুড়িচংয়ে জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জহিরুল হক বাবু।।
জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে কুমিল্লার বুড়িচং উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। পরে তিনি শহিদদের স্মৃতির উদ্দেশ্যে একটি গাছের চারা রোপণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির ৫০০টি চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজ, বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, শিক্ষক অহিদুর রহমান, পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, উত্তর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা আক্তার, উত্তর জরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম এবং জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল আক্তার।

আয়োজকরা জানান, শহিদদের স্মৃতিকে সম্মান জানাতে ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page