০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় তেলে ওজন কম; পেট্রোল পাম্পে অভিযান জরিমানা আদায় মাংস, দুধ ও মিষ্টি একই ফ্রিজে! কুমিল্লায় মোবাইল কোর্টে ৩ লাখ টাকার জরিমানা বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ বুড়িচংয়ে প্রয়াত আইনজীবী সোহাগের মৃত্যুবার্ষিকীকে গাছের চারা বিতরণ কুবিতে “লেবার মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ: ড্রিম ভার্সেস রিয়েলিটি” বিষয়ক ওয়ার্কশপ মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহবায়ক কমিটি গঠন বিশ্ব ফটোগ্রাফি দিবসে কুমিল্লায় আলোচনা সভা কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু মাদক ও জুয়া সমাজ ধ্বংস করছে, প্রতিরোধে জনগণের সহযোগিতা চাই –অতিরিক্ত পুলিশ সুপার

বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান

  • তারিখ : ১১:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 98

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় দখলকৃত খাল ও জলাশয় উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তানভীর হোসেন।

অভিযানে মহিষমারা খালের বিভিন্ন অংশে বাঁধ কেটে দখলমুক্ত করা হয় এবং খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়।

ইউএনও তানভীর হোসেন বলেন, “মহিষমারা খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মেসার্স স্টার ব্রিকসসহ কিছু ব্যক্তি খালের ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলেন এবং মাটি ফেলে ভরাট করে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেন। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে খালটি দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, “বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার জন্য খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল ভরাট হলে ফসলি জমি ও বসতবাড়ি জলাবদ্ধতার শিকার হয়, পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। তাই খাল দখলমুক্ত রাখা ও নিয়মিত পরিষ্কার করা আমাদের সবার দায়িত্ব।”

ইউএনও জানান, এ ধরনের অভিযানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও জলাবদ্ধতা হ্রাস এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতেও উপজেলার অন্যান্য এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, খাল পরিষ্কার হওয়ায় বর্ষাকালে আর পানি উপচে রাস্তায় উঠবে না, ফলে যাতায়াত ও কৃষিকাজে সুবিধা হবে।

অভিযানকালে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোঃ মুসলেহ উদ্দিন, ইউপি সদস্য তোফায়েল আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান

তারিখ : ১১:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় দখলকৃত খাল ও জলাশয় উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তানভীর হোসেন।

অভিযানে মহিষমারা খালের বিভিন্ন অংশে বাঁধ কেটে দখলমুক্ত করা হয় এবং খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়।

ইউএনও তানভীর হোসেন বলেন, “মহিষমারা খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মেসার্স স্টার ব্রিকসসহ কিছু ব্যক্তি খালের ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলেন এবং মাটি ফেলে ভরাট করে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেন। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে খালটি দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, “বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার জন্য খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল ভরাট হলে ফসলি জমি ও বসতবাড়ি জলাবদ্ধতার শিকার হয়, পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। তাই খাল দখলমুক্ত রাখা ও নিয়মিত পরিষ্কার করা আমাদের সবার দায়িত্ব।”

ইউএনও জানান, এ ধরনের অভিযানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও জলাবদ্ধতা হ্রাস এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতেও উপজেলার অন্যান্য এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, খাল পরিষ্কার হওয়ায় বর্ষাকালে আর পানি উপচে রাস্তায় উঠবে না, ফলে যাতায়াত ও কৃষিকাজে সুবিধা হবে।

অভিযানকালে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোঃ মুসলেহ উদ্দিন, ইউপি সদস্য তোফায়েল আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।