০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় নিখোঁজের একদিন পর কমিশনারের ছেলের মরদেহ উদ্ধার দুই একটা দলের সঙ্গে আলাপ করে দেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না -হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত ধ্রুবতারার রজতজয়ন্তী উদযাপন; অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ গীতি-নৃত্যালেখ্য জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে -ডা. হারুন আল রশিদ মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ফোরামের মতবিনিময় সভা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন পূনর্বিন্যাসে নতুন মেরুকরণ বুড়িচংয়ে সেই যুবদল নেতাকে আবারও কারণ দর্শানোর নোটিশ; জেলা কমিটিকে তলব মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিল পাঁচ হাজারের বেশি মানুষ প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা -হাসনাত আব্দুল্লাহ

বুড়িচংয়ে সেই যুবদল নেতাকে আবারও কারণ দর্শানোর নোটিশ; জেলা কমিটিকে তলব

  • তারিখ : ১২:৫২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 301

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ৬০ বছর বয়সী পাহারাদার দুলা মিয়াকে শারীরিক নির্যাতনের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলনকে আবারও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে তলব করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকেও দেলোয়ার হোসেন জনসম্মুখে পেশীশক্তি প্রদর্শন করে সংগঠনের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়েছেন। এর আগে একই ধরনের কর্মকাণ্ডের জন্য তাকে সতর্ক করা হয়েছিল। এবারের ঘটনায়ও কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে বাজার পাহারা দেওয়ার সময় দেলোয়ার হোসেন দোলন পাহারাদার দুলা মিয়াকে কাঠের দণ্ড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর শনিবার দিনে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়। এরপর সন্ধ্যা সাতটায় ব্যবসায়ী ও গ্রামবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগানে মুখরিত হয়। এতে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে একাই নিজ নামে ১০টি বিদ্যালয়ের টেন্ডার ভাগিয়ে নেওয়ার অভিযোগেও উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “ঘটনার পর মামলা হয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

error: Content is protected !!

বুড়িচংয়ে সেই যুবদল নেতাকে আবারও কারণ দর্শানোর নোটিশ; জেলা কমিটিকে তলব

তারিখ : ১২:৫২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ৬০ বছর বয়সী পাহারাদার দুলা মিয়াকে শারীরিক নির্যাতনের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলনকে আবারও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে তলব করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকেও দেলোয়ার হোসেন জনসম্মুখে পেশীশক্তি প্রদর্শন করে সংগঠনের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়েছেন। এর আগে একই ধরনের কর্মকাণ্ডের জন্য তাকে সতর্ক করা হয়েছিল। এবারের ঘটনায়ও কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে বাজার পাহারা দেওয়ার সময় দেলোয়ার হোসেন দোলন পাহারাদার দুলা মিয়াকে কাঠের দণ্ড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর শনিবার দিনে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়। এরপর সন্ধ্যা সাতটায় ব্যবসায়ী ও গ্রামবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগানে মুখরিত হয়। এতে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে একাই নিজ নামে ১০টি বিদ্যালয়ের টেন্ডার ভাগিয়ে নেওয়ার অভিযোগেও উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “ঘটনার পর মামলা হয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”