
মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই উত্তর পাড়ায় শংস্বর গাজী শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন মোকাম ইউপি চেয়ারম্যান সাহেব আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হক ভূইয়া রুমি। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ বিল্লাল হোসেন এবং পরিচালনা করেন সাইদুল ইসলাম আরিফ ও মোঃ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মোঃ খোরশেদ আলম,, উপজেলা ছাত্র লীগের নেতা মোঃ আল আমিন ভূইয়া, ইউপি সদস্য ও সাংবাদিক মোঃ জাকির হোসেন, মোঃ কাউসার আহাম্মদ, মোঃ আনোয়ার হোসেন।
খেলা পরিচালনা করেন নজরুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য ফয়সাল, ফরহাদ হোসেন, সজিব, জনি, ইয়াছিন মিয়া, ইমন, তোফায়েল, মোর্শেদ, কাউসার, ফাহিম সহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলায় দুটি দল অংশ গ্রহণ করেন মোকাম একাদশ বনাম আমতলী একাদশ। এতে মোকাম একাদশ চ্যাম্পীয়ান হয়।
খেলায় শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দ বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।