মোঃ বাছির উদ্দিন।।
“উন্নত মানের চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বেগম রোকেয়া হসপিটাল (প্রাঃ) (লিঃ) এর শুভ উদ্বোধন করা হয়েছে৷ সোমবার সকাল ৯টায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ফিতা কেটে উপজেলার টাটেরা জে.টি.এস টাওয়ারে বেগম রোকেয়া হাসপাতালের যাত্রা শুরু হয়৷
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম৷
এতে বেগম রোকেয়া হাসপাতালের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তানভীর খান এবং পরিচালক (অর্থ) মোঃ সফিকুল ইসলাম এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ এর সভাপতি হাজী মোঃ আমির হোসেন, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান৷
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ এর সাধারণ সম্পাদক মোঃ আবদুল জলিল, ব্রাহ্মণপাড়া ঈদগাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন, এড. আবদুল আলীম খান, মাওলানা আবদুল মুবিন আখন্দ, মোস্তফা কামাল মানিক, ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন, আবদুল হান্নান মেম্বার, ইসমাইল হোসেন মেম্বার৷ এসময় বক্তারা হাসপাতালের সঠিক চিকিৎসা সেবা প্রদান করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন৷ সবশেষে হাসপাতালের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page