মোঃ শরিফ খান আকাশ।।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনে আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন ।
১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি মধ্যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এ ছাড়াও দোয়া ও মিলাদ এবং আলোচনার মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে কর্মসূচি অংশগ্রহণ করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম উল্লেখ করে বক্তারা বলেন, যারা দেশমাতৃকার মুক্তির জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করেছেন, আমি সেসব মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, আনসার ভিডিপির কর্মকর্তা লিলুফার ইয়াসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার ও নুরুল ইসলাম,মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলতাব হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলিম খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page