১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় ৩২ বছর শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা গালিমপুর প্রজন্ম পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পৌনে ৩ বছর ধরে ভুয়া সনদ দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন এক শিক্ষক কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ বিএনপির ৩১ দফা ও কুমিল্লা উন্নয়ন ভাবনা লিফলেট বিতরণ করলেন হাজী ইয়াছিন কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে নগরীর সকল মসজিদে দোয়া-মিলাদ চৌদ্দগ্রামে মেসার্স মা ব্রিক্স ফের চালু করতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ভুমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না

ব্রাহ্মণপাড়ায় ৩২ বছর শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

  • তারিখ : ১০:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • 68

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক মোশারফ হুসেনকে ৩২ বছর সফল শিক্ষকতা শেষে চোখের জলে রাজকীয় বিদায় জানানো হয়েছে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (২২ নভেম্বর ) সকালে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফায়েল আহম্মদ সরকার। কুমিল্লা পুলিশলাইনস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আসাদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মাকসুদুন নবী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শৈলরানী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হেলেন জাহারা এবং চৌয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুল হক খান।

অনুষ্ঠান শেষে ফুলের পাপড়ি উড়িয়ে ও ফুলসজ্জিত গাড়িতে করে তাকে বিদ্যালয় থেকে অবসরজনিত বিদায় জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা এবং করতালির মধ্য দিয়ে তার শেষ প্রস্থানের দৃশ্য অত্যন্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। পরে ফুলসজ্জিত গাড়িতে করে বিদায়ী প্রধান শিক্ষক মোশারফ হুসেনকে তার কুমিল্লাস্থ বাসায় পৌঁছে দেয়া হয়। এভাবে এক নিবেদিতপ্রাণ শিক্ষকের রাজকীয় বিদায় অনুষ্ঠান উপস্থিত সবার মনে স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে চিরকাল।

এর আগে ৩২ বছরের কর্মজীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের সফল কর্মজীবনের প্রশংসা করে বক্তব্য দেন। পরে বিদ্যালয়ের পাঠদান, নিয়মশৃঙ্খলা ও অবকাঠামো উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায় তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সুর। অনুষ্ঠানের পুরো সময়টা ছিল আনন্দ ও বেদনামাখা।

প্রধান অতিথি ব্যারিস্টার মাকসুদুন নবী বলেন, “মোশারফ হুসেন স্যার শুধু শিক্ষক নন, তিনি এ অঞ্চলে তাঁর প্রজ্ঞা ও মেধার মাধ্যমে শিক্ষার আলো ছড়ানো এক পথপ্রদর্শক হিসেবে এতদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর হাতে গড়া প্রজন্ম আজ দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। তাঁর এই অবদান এই জনপদের মানুষ চিরকাল মনে রাখবে।”

বিদায়ী প্রধান শিক্ষক মোশারফ হুসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বিদ্যালয় আমাকে যে সম্মান দিয়েছে, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা যে সম্মান ও ভালোবাসা দিয়েছে তা কোনোদিন ভুলবার নয়। ছাত্র-শিক্ষক-অভিভাবকদের ভালোবাসাই আমার জীবনের আসল প্রাপ্তি। অবসরজনিত বিদায়ে আমি বিদ্যালয় থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনপ্রাণ এ বিদ্যালয়েই পড়ে থাকবে।”

জানা গেছে, শিক্ষক মোশারফ হুসেন নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ে ১৯৯৪ সালের ১ আগস্ট শিক্ষকতা জীবন শুরু করেন। শুরুতে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে তার মেধা, প্রজ্ঞা, দক্ষতা ও যোগ্যতায় এক মাস পর তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে এক বছর পর প্রধান শিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব পান তিনি। এরপর একে একে কেটে গেছে প্রায় ৩২ বছর। শুরুর দিকে তিনি ইংরেজি দ্বিতীয়পত্র ও বাংলা দ্বিতীয়পত্র ক্লাস নিলেও পরবর্তীতে তিনি সামাজিকবিজ্ঞান বিষয়েও পাঠদানের কারণে শিক্ষার্থীদের কাছে প্রিয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় ৩২ বছর শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

তারিখ : ১০:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক মোশারফ হুসেনকে ৩২ বছর সফল শিক্ষকতা শেষে চোখের জলে রাজকীয় বিদায় জানানো হয়েছে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (২২ নভেম্বর ) সকালে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফায়েল আহম্মদ সরকার। কুমিল্লা পুলিশলাইনস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আসাদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মাকসুদুন নবী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শৈলরানী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হেলেন জাহারা এবং চৌয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুল হক খান।

অনুষ্ঠান শেষে ফুলের পাপড়ি উড়িয়ে ও ফুলসজ্জিত গাড়িতে করে তাকে বিদ্যালয় থেকে অবসরজনিত বিদায় জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা এবং করতালির মধ্য দিয়ে তার শেষ প্রস্থানের দৃশ্য অত্যন্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। পরে ফুলসজ্জিত গাড়িতে করে বিদায়ী প্রধান শিক্ষক মোশারফ হুসেনকে তার কুমিল্লাস্থ বাসায় পৌঁছে দেয়া হয়। এভাবে এক নিবেদিতপ্রাণ শিক্ষকের রাজকীয় বিদায় অনুষ্ঠান উপস্থিত সবার মনে স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে চিরকাল।

এর আগে ৩২ বছরের কর্মজীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের সফল কর্মজীবনের প্রশংসা করে বক্তব্য দেন। পরে বিদ্যালয়ের পাঠদান, নিয়মশৃঙ্খলা ও অবকাঠামো উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায় তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সুর। অনুষ্ঠানের পুরো সময়টা ছিল আনন্দ ও বেদনামাখা।

প্রধান অতিথি ব্যারিস্টার মাকসুদুন নবী বলেন, “মোশারফ হুসেন স্যার শুধু শিক্ষক নন, তিনি এ অঞ্চলে তাঁর প্রজ্ঞা ও মেধার মাধ্যমে শিক্ষার আলো ছড়ানো এক পথপ্রদর্শক হিসেবে এতদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর হাতে গড়া প্রজন্ম আজ দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। তাঁর এই অবদান এই জনপদের মানুষ চিরকাল মনে রাখবে।”

বিদায়ী প্রধান শিক্ষক মোশারফ হুসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বিদ্যালয় আমাকে যে সম্মান দিয়েছে, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা যে সম্মান ও ভালোবাসা দিয়েছে তা কোনোদিন ভুলবার নয়। ছাত্র-শিক্ষক-অভিভাবকদের ভালোবাসাই আমার জীবনের আসল প্রাপ্তি। অবসরজনিত বিদায়ে আমি বিদ্যালয় থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনপ্রাণ এ বিদ্যালয়েই পড়ে থাকবে।”

জানা গেছে, শিক্ষক মোশারফ হুসেন নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ে ১৯৯৪ সালের ১ আগস্ট শিক্ষকতা জীবন শুরু করেন। শুরুতে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে তার মেধা, প্রজ্ঞা, দক্ষতা ও যোগ্যতায় এক মাস পর তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে এক বছর পর প্রধান শিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব পান তিনি। এরপর একে একে কেটে গেছে প্রায় ৩২ বছর। শুরুর দিকে তিনি ইংরেজি দ্বিতীয়পত্র ও বাংলা দ্বিতীয়পত্র ক্লাস নিলেও পরবর্তীতে তিনি সামাজিকবিজ্ঞান বিষয়েও পাঠদানের কারণে শিক্ষার্থীদের কাছে প্রিয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন।