নেকবর হোসেন।।
ভারতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পালাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ (৬৫)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভারতে যাওয়ার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি।
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিবির বাজার আইসিপিসংলগ্ন সীমান্ত এলাকায় শাহাবুদ্দিন মোল্লা নামক এক বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে জানান তিনি।