০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন আলোচনায় ড. মোবারক হোসাইন ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই কুমিল্লা গড়তে চাই- এবি পার্টি নেতা স্থপতি তানভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিল লাল সবুজ বুড়িচংয়ে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে স্মারকলিপি মুরাদনগরে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ দাউদকান্দিতে ৩০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বৃত্তি প্রদান

মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিল চার হাজারের বেশি মানুষ

  • তারিখ : ০৯:৩৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 424

নেকবর হোসেন।।
কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চার হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) দুপুর ৩টায় পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।

ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার সুযোগ রাখা হয়। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

উদ্বোধন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বিকেল সাড়ে ৫টায় ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য নেতারা।

হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, “বিএনপি মানবিক দল। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের কাজ। মানবিক কুমিল্লার এই উদ্যোগ অসহায় মানুষের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছে।”

প্রতিষ্ঠাতা উদবাতুল বারী আবু জানান, চিকিৎসা ব্যয় দিন দিন বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে ক্যাম্প সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ফলোআপ কার্যক্রমও চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, ডা. মোস্তাফিজ জিতু, ডা. নাজমা, ডা. জনি প্রমুখ চিকিৎসক।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শাহআলম মজুমদার, আনোয়ার উল্লা কমিশনার, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন ভূঁইয়া, মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

error: Content is protected !!

মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিল চার হাজারের বেশি মানুষ

তারিখ : ০৯:৩৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চার হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) দুপুর ৩টায় পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।

ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার সুযোগ রাখা হয়। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

উদ্বোধন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বিকেল সাড়ে ৫টায় ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য নেতারা।

হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, “বিএনপি মানবিক দল। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের কাজ। মানবিক কুমিল্লার এই উদ্যোগ অসহায় মানুষের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছে।”

প্রতিষ্ঠাতা উদবাতুল বারী আবু জানান, চিকিৎসা ব্যয় দিন দিন বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে ক্যাম্প সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ফলোআপ কার্যক্রমও চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, ডা. মোস্তাফিজ জিতু, ডা. নাজমা, ডা. জনি প্রমুখ চিকিৎসক।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শাহআলম মজুমদার, আনোয়ার উল্লা কমিশনার, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন ভূঁইয়া, মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।