মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে জান্নাত মেডিকেল কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার এর রক্ত ও প্রসাব পরীক্ষার কার্যক্রম বন্ধের তিনদিন পার না হতেই পুনরায় কার্যক্রম চালু করা হয়েছে।
(৩০জুলাই) বুধবার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সিরাজুল ইসলাম মানিক জান্নাত মেডিকেল কম্পিউটারাইজ ডায়াগনস্টিকে পরিদর্শনে গিয়ে ওই মেডিকেলের ল্যাবে নানা ত্রুটি থাকায় রক্ত পরীক্ষা ও প্রসাব পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দেন।
কিন্তু অদৃশ্য কারণে তিন দিন পার না হতেই ওই ল্যাবে আবার পুনরায় রক্ত ও প্রসাব পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, জান্নাত মেডিকেল কম্পিউটারাইজড ডায়াগনস্টিক চিকিৎসা সেবার নামে ভুয়া রিপোর্ট প্রদান করে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছেন। এর আগেও এ মেডিকেলে এক ভুক্তভোগী রক্তের গ্রুপ নির্ণয় করে সন্দেহ হওয়ায় অন্য একটি হাসপাতালে গিয়ে রক্তের গ্রুপ নিম্নয় করার জন্য পরীক্ষা করে ভিন্ন গ্রুপের রক্তের রিপোর্ট হাতে পান।
তাছাড়া এক মাস পূর্বে এই মেডিকেলে এক গর্ভবতী মহিলা আল্ট্রাসনোগ্রাফি করলে তাকে বাচ্চা ডেলিভারির নির্দিষ্ট কি তারিখ দেওয়া হয়। নির্দিষ্ট তারিখে গর্ভবতী মহিলা এ মেডিকেলে পুনরায় আবার গেলে ওই মেডিকেলের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানান বাচ্চা গর্ভে ভালো আছেন এবং এরপর প্রসবের অতিরিক্ত ৫ দিন সময় দেওয়া হয়। অতিরিক্ত পাঁচ দিন সময়ের মধ্যে ওই মহিলার প্রসব বেদনা উঠলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যা স্বজনরা পরে ওই মহিলা মৃত সন্তান প্রসব করেন।
জান্নাত মেডিকেল কম্পিউটারাইজড ডায়াগনস্টিক এর প্রস্রাব ও রক্ত পরীক্ষার কার্যক্রম বন্ধের বিষয়ে জানতে চাইলে এ হাসপাতালের স্বত্বাধিকারী মাহবুব বলেন, পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম বন্ধের বিষয়ে আমি কিছুই জানিনা, যে ডাক্তাররা কার্যক্রম বন্ধ করেছেন সে ডাক্তাররা ভালো জানেন, কেন বন্ধ করা হয়েছে। আবার সে ডাক্তাররা অনুমতি প্রদান করার কারণেই পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম পুনরায় চলছে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সিরাজুল ইসলাম মানিক বলেন, নিয়মিত প্রাইভেট হাসপাতালগুলো পরিদর্শনের অংশ হিসেবে জান্নাত মেডিকেল কম্পিউটারাইজড ডায়াগনস্টিক এর রক্ত ও প্রসাব পরিক্ষার ল্যাবে ত্রুটি থাকায় এ দুটি পরীক্ষার কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বর্তমানে তারা তাদের ত্রুটিগুলো সমাধান করেছেন এজন্য তাদের কার্যক্রম পুনরায় আবার চালু করা হয়েছে।