স্টাফ রিপোর্টারঃ
উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণ এর ১১৭ তম জন্মতিথি উপলক্ষে বাংলা সংস্কৃতি বলয় কুমিল্লা সংসদ এবং বিশ্বকমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রোববার সকালে নগরীর চর্থা এলাকায় অবস্থিত শচীন দেব বর্মণ এর বাড়িতে অবস্থিত মূর্যালে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহাতাব সুমন এর দিকনির্দেশনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্বকমিটির যুগ্ম মহাসচিব এস এ এম আল মামুন,বিশ্বকমিটির কোষাধ্যক্ষ মো: আল আমিন, বিশ্বকমিটির নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন জাকির ও শাহ মুজিবুল হক, কুমিল্লা সংসদ এর এজহারুল হক মিজান,রাইয়ানুল জান্নাত রোজা,খায়রুল বাশার বাঁধন,সানজিদা রোমানা, মাহমুদুল হাসান ইফাজসহ অন্যরা।
উল্লেখ্য যে বাংলা সংস্কৃতি বলয় এর কুমিল্লা সংসদ এর অঞ্চল টির নাম প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মন এর নামে পরিচিত অদ্বৈত-শচীন অঞ্চল নামে।