০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজায় কুমিল্লার ৭৯৭ মণ্ডপে ৫০৯৬ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

  • তারিখ : ০৮:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 316

আলমগীর কবির।।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সারাদেশের মতো কুমিল্লাতেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার ১৭টি উপজেলার ৭৯৭টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ৫০৯৬ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন দেশের ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুই লাখেরও বেশি প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এরই অংশ হিসেবে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ব্যাটালিয়ন আনসারের দুটি স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল ও মুভমেন্টে থাকবে।

প্রথম ধাপে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লার ১৭ উপজেলায় ১৮৮২ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেছেন। মোতায়েনের আগে তাদের করণীয় ও বর্জনীয় বিষয়সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে মোতায়েন সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়। জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলার ইউএনও ফাতেমা তোজ জোহরা ও আদর্শ সদর থানার ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মনিরুল ইসলাম, আদর্শ সদর উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা এবং রেঞ্জ ও জেলার অন্যান্য কর্মকর্তা।

ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি এবারের দুর্গাপূজায় প্রথমবারের মতো “শারদীয় সুরক্ষা অ্যাপস” চালু করা হয়েছে, যার মাধ্যমে মাঠ পর্যায়ের সদস্যরা যেকোনো দুর্ঘটনা, হুমকি বা অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে পারবেন। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারবে।

এছাড়া কুমিল্লা রেঞ্জের ছয় জেলায় আনসার ব্যাটালিয়নের আটটি স্ট্রাইকিং টিম নিয়মিত টহল দেবে এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। রেঞ্জ কমান্ডার আরও বলেন, মহাপরিচালকের নির্দেশনায় আনসার-ভিডিপি সদস্যরা জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের নিরলস প্রচেষ্টা ও প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

error: Content is protected !!

শারদীয় দুর্গাপূজায় কুমিল্লার ৭৯৭ মণ্ডপে ৫০৯৬ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

তারিখ : ০৮:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আলমগীর কবির।।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সারাদেশের মতো কুমিল্লাতেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার ১৭টি উপজেলার ৭৯৭টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ৫০৯৬ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন দেশের ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুই লাখেরও বেশি প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এরই অংশ হিসেবে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ব্যাটালিয়ন আনসারের দুটি স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল ও মুভমেন্টে থাকবে।

প্রথম ধাপে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লার ১৭ উপজেলায় ১৮৮২ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেছেন। মোতায়েনের আগে তাদের করণীয় ও বর্জনীয় বিষয়সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে মোতায়েন সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়। জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলার ইউএনও ফাতেমা তোজ জোহরা ও আদর্শ সদর থানার ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মনিরুল ইসলাম, আদর্শ সদর উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা এবং রেঞ্জ ও জেলার অন্যান্য কর্মকর্তা।

ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি এবারের দুর্গাপূজায় প্রথমবারের মতো “শারদীয় সুরক্ষা অ্যাপস” চালু করা হয়েছে, যার মাধ্যমে মাঠ পর্যায়ের সদস্যরা যেকোনো দুর্ঘটনা, হুমকি বা অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে পারবেন। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারবে।

এছাড়া কুমিল্লা রেঞ্জের ছয় জেলায় আনসার ব্যাটালিয়নের আটটি স্ট্রাইকিং টিম নিয়মিত টহল দেবে এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। রেঞ্জ কমান্ডার আরও বলেন, মহাপরিচালকের নির্দেশনায় আনসার-ভিডিপি সদস্যরা জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের নিরলস প্রচেষ্টা ও প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।