১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

সম্পাদকের কৌশলেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে : শোকসভায় বক্তারা

  • তারিখ : ১০:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 239

নেকবর হোসেন।।
সম্পাদকের বুদ্ধিদীপ্ত কৌশল ও নিরপেক্ষ সাংবাদিকতার কারণেই দৈনিক নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য, দেশবরেণ্য প্রয়াত সাংবাদিক আলমগীর মহিউদ্দিন স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ মন্তব্য করেন।

মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী। কুমিল্লা জেলা প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ প্রেসক্লাব ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোকসভায় আরও বক্তব্য রাখেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রথম আলো প্রতিনিধি আবদুর রহমান, নয়াদিগন্তের সাবেক প্রতিনিধি সহিদ উল্লাহ মিয়াজী, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, গোমতী সংবাদের সম্পাদক মোবারক হোসেন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মহি উদ্দীন মোল্লা, গাজী টিভির প্রতিনিধি সেলিম মুন্সী, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, এখন টিভির প্রতিনিধি মাসুদ আলম, আকাশ টিভির সম্পাদক মহী উদ্দীন আকাশ, সমতট টিভির তৌহিদ হোসেন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন সাহসী ও সৎ সাংবাদিক। তার দক্ষ নেতৃত্বে নয়াদিগন্ত স্বল্প সময়ের মধ্যে পাঠকের আস্থা অর্জন করে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিকে পরিণত হয়েছে।

এসময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দুটি এসি দেয়ার ঘোষণা দেন।

শোকসভার শেষে প্রয়াত সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

সম্পাদকের কৌশলেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে : শোকসভায় বক্তারা

তারিখ : ১০:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন।।
সম্পাদকের বুদ্ধিদীপ্ত কৌশল ও নিরপেক্ষ সাংবাদিকতার কারণেই দৈনিক নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য, দেশবরেণ্য প্রয়াত সাংবাদিক আলমগীর মহিউদ্দিন স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ মন্তব্য করেন।

মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী। কুমিল্লা জেলা প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ প্রেসক্লাব ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোকসভায় আরও বক্তব্য রাখেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রথম আলো প্রতিনিধি আবদুর রহমান, নয়াদিগন্তের সাবেক প্রতিনিধি সহিদ উল্লাহ মিয়াজী, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, গোমতী সংবাদের সম্পাদক মোবারক হোসেন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মহি উদ্দীন মোল্লা, গাজী টিভির প্রতিনিধি সেলিম মুন্সী, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, এখন টিভির প্রতিনিধি মাসুদ আলম, আকাশ টিভির সম্পাদক মহী উদ্দীন আকাশ, সমতট টিভির তৌহিদ হোসেন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন সাহসী ও সৎ সাংবাদিক। তার দক্ষ নেতৃত্বে নয়াদিগন্ত স্বল্প সময়ের মধ্যে পাঠকের আস্থা অর্জন করে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিকে পরিণত হয়েছে।

এসময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দুটি এসি দেয়ার ঘোষণা দেন।

শোকসভার শেষে প্রয়াত সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।