
মো. জাকির হোসেন
সৌদি আরব প্রবাসী রিয়াদে একটি হাসপাতালে চিকিৎসাধীনে আলী আশ্রাফ নামের (৪৫) একজন ব্রেইন ষ্টোক করে মৃত্যুর এক মাস পর তার স্বজনরা গত কাল বুধবার ভোরে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দর থেকে লাশ গ্রহণ করেন। লাশ টি তার বাড়ি আনা হলে শোকের মাতম বয় প্রবাসীর বাড়িতে। বৃদ্ধ মা স্ত্রী সন্তান দের অজোর ধারার কান্নায় হতভম্ব হয়ে পড়ে পুরো এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন ও সূত্র জানায় কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর মিথলমা গ্রামের মৃত রফিজ উদ্দিন এর ছেলে মোঃ আলী আশ্রাফ গত ৭-৮ বছর আগে তিনি সৌদি আরব রিয়াদে চাকুরী নিয়ে যায়। গত অক্টোবর মাসের ৯ তারিখ ব্রেইন স্ট্রোক করে এবং রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীনে মৃত্যু বরন করেন।
মৃত্যুর খবর তার পরিবারে কাছে আসে তখন ওই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এর মধ্যে বহু প্রতিক্ষা করেও প্রবাসীর লাশ তার পরিবার পায়নি।
বহু প্রতিক্ষার পর একমাস পর বুধবার(৯ নভেম্বর ) ভোরে ঢাকা আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমান বন্দর আলী আশ্রাফের লাশ তার সজনরা গ্রহণ করেন। ওই দিন দুপুরে মৃত্যু সৌদি প্রবাসী মোঃ আলী আশ্রাফের লাশ তার গ্রামের বাড়ি
বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর মিথলমায় আসলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু প্রবাসী আশ্রাফের ১ ছেলে শাহাদাত হোসেন ,এক মেয়ে হালিমা আক্তার আর বৃদ্ধ মা স্ত্রী রয়েছে। অপর দিকে তার ৪ ভাই, ৩ বোন রয়েছে।
বুধবার ৯ নভেম্বর বাদ জোহর স্থানীয় মিথলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।











