হোমনায় আশ্রয়ণ প্রকল্পের গৃহ পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম

সোনিয়া আফরিন।।
মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের অধীনে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে।

আজ বুধবার (৩ মে) কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম হোমনা উপজেলাধীন নিলখী ইউনিয়নের চম্পকনগর আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত উপকারভোগীদের একক গৃহ সরেজমিনে পরিদর্শন করে উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পুনর্বাসিত উপকারভোগীদের পরিবারিক অবস্থা, শিশুদের লেখাপড়া, কর্মসংস্থান, সুপেয় পানীয় জলের সংস্থান প্রভৃতি বিষয়ে খোঁজখবর নেন। এছাড়াও উপকারভোগীদের মাঝে উন্নতমানের সবজির বীজ ও উচ্চ ফলনশীল গাছের চারা বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, সহকারী কমিশনার (গোপনীয়) অতীশ সরকার, অফিসার ইন চার্জ, হোমনা থানা সাইফুল ইসলাম, নিলখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট মেম্বারসহ স্থানীয় লোকজন, সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page