সোনিয়া আফরিন
কুমিল্লা হোমনায় কৃষকের মাঝে ভর্তুকীতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে বোরো ধান কাটা, মাড়াই-ঝাড়াই করে বস্তা বন্দি করার সুবিধার্থে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যেমে খামারযান্ত্রিকীকরণ” প্রকল্পের আওতায় মাথাভাঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কৃষক গিয়াস উদ্দিনের নিকট ৫০% ভর্তুকীতে ১ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
বিতরণের সময় হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, পৌর মেয়র এ্যাড.মো নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জনাব তানিয়া ভূইয়া, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোতাহার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মণ, উপজেলা সমবায় অফিসার জালাল উদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবিরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে,কৃষকের চাহিদার পরিপ্রেক্ষিতে এসিআই মটরস লিঃ এর ইয়ানমার এজি ৬০০ মডেলের একটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়। এতে সরকার কর্তৃক নির্ধারিত ভর্তুকীর পরিমান ১৪ লক্ষ টাকা।
আরো দেখুন:You cannot copy content of this page